নিজস্ব প্রতিবেদক: সিলেটে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে ঘুমন্ত লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২৮ কিলোমিটার উত্তর পূর্ব-যা সিলেটের কাছাকাছি অবস্থিত। সিলেট ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। এজন্য মৃদু ভূমিকম্পে পুরো সিলেট কেঁপে উঠেছে।