সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন


হবিগঞ্জের ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

হবিগঞ্জের ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

হবিগঞ্জ সদর থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার হবিগঞ্জ পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করনে। এক মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন, সদর থানার উপ পরিদর্শক (এসআই) শুভ্র, কনেষ্টবল জসিম ও আশিক নূর। বরখাস্ত হওয়া এই তিন জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলীর সাথে যোগযোগ করা হলে তিনি বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকের সম্পৃক্তার অভিযোগ রয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, একজন মাদক ব্যবসায়ী অভিযুক্তদের হাত থেকে পালিয়ে যাওযায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিনি এর বেশি তথ্য দিতে রাজি হননি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin