নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের আতুকুরা এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজছাত্র মারা গেছেন।
বুধবার রাত পৌনে দুইটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত শাকিল শহরতলীর উমেদনগর গ্রামের আফরোজ মিয়ার পুত্র। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা আতুকুরায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। এবং মুখলিছ নামে একজন নিহত হন। এসময় শাকিলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার রাত পৌনে ২টার সময় মৃত ঘোষণা করেন।