সিলেট ও মৌলভীবাজারের পর এবার হবিগঞ্জে করোনায় আক্রান্ত হলেন একজন। এই নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হলেন তিনজন। এদের মধ্যে মৌলভীবাজারে করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হওয়ার আগেই আগেই মারা যান। মৃত্যুর পর ওই রোগীর রিপোর্ট পজেটিভ আসে।
আজ হবিগঞ্জে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ আসেন। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরেছিলেন। দুইদিন ধরে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন।