সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন


হবিগঞ্জে কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

হবিগঞ্জে কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া (৬০) নামে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সিরাজ মিয়ার কয়েদি নং-২৭৬১/এ।
সিরাজ মিয়া ৩০ দিনের সাজার আদেশপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত আলিম মিয়ার ছেলে।
কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কয়েক দিন আগে একটি আইনে ভ্রাম্যমাণ আদালতে সিরাজকে সাজা দেয়া হয়। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।
রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিরাজ মিয়া। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin