শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন


হবিগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষ, নিহত ১ 

হবিগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষ, নিহত ১ 


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মর্ডান পরিবহনের একটি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ যাত্রী।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় (আল আমীন হোটেলের সামনে) এ দুর্ঘটনাটি ঘটে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানান, ঢাকা থেকে মর্ডান পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথিমধ্যে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত পাঁচজন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin