শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন


হবিগঞ্জে সরকারি চাল বিক্রিতে অনিয়ম: আ.লীগ নেতা কারাগারে

হবিগঞ্জে সরকারি চাল বিক্রিতে অনিয়ম: আ.লীগ নেতা কারাগারে


শেয়ার বোতাম এখানে

হবিগনঞ্জের বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে কাগাপাশা ইউনিয়নের চালের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ পেয়ে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কাগাপাশা এলাকায় অভিযান পরিচালনার জন্য বানিয়াচং উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

জেলা প্রশাসকের নির্দেশে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। এসময় চাল ওজনে কম দেয়ার অভিযোগ হাতেনাতে প্রমাণ পেয়ে ডিলার নজরুল ইসলাম খানকে আটক করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। বিকেলে দণ্ডপ্রাপ্ত ডিলারকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বর্তমান এই দুর্যোগ মুহূর্তে কোনো ডিলার, ব্যবসায়ী বা জনপ্রতিনিধির যদি বিন্দুমাত্র অনিয়ম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে দরিদ্রদের বিতরণের সরকারি চাল আত্মসাতের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি সবাইকে হুশিয়ার করে জানাতে চাই হবিগঞ্জ জেলায় কোনো অনিয়ম পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই সবাই সাবধান হয়ে কাজ করবেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin