শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন


হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন: আ.লীগের প্রার্থী মিজান

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন: আ.লীগের প্রার্থী মিজান


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।
রবিবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
তিনি বলেন- এখনো জেলা আওয়ামী লীগের কাছে কোন চিঠি আসেনি। তবে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের দলীয় মনোনয় নিশ্চিত করা হয়েছে। আজ রোববার (২৬ মে) তার হাতে আনুষ্ঠানীকভাবে মনোনয়ন পত্র তুলে দেয়ার কথা রয়েছে।
এর পূর্বে গত শুক্রবার সম্ভাব্য ৫ প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। তালিকাটি যাচাই-বাছাই করে তার প্রার্থীতা চুড়ান্ত করা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা ও ধানের শীষের বিপরীতে নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়েছিলেন মিজানুর রহমান মিজান। এ সময় তিনি মাত্র ১২শ’ ভোটের ব্যবধানে হেরে গেলেও চমক সৃষ্টি করেন। আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin