দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের হাওর বেষ্টিত সংসদীয় আসন দিরাই -শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্ত হাওরের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে ও আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষায় এক মতবিনিময় সভা করেন।
সোমবার বেলা ১টার দিকে দিরাইস্থ নিজ বাসভবনে বাপাউবো “র উচ্চপদস্থ কর্মকর্তা, ইউএনও, পাউবোর মাঠ প্রকৌশলী, ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ৬ টি প্রস্তাবনা গুলো পেশ করেন। প্র
স্তাবনার মধ্যে প্রথমত রয়েছে জরুরী ভিত্তিতে কালনী,সুরমা, পিয়াইন নদীসহ অন্যান্য নদীগুলো খনন।
দ্বিতীয়তঃ তুফানখালী,বৈশাখী,বোয়ালিয়া,মাছুয়াখাড়া বাধেঁর উভয় দিকের গভীর গর্ত ভরাট।
তৃতীয়তঃ চাপতির হাওরে কম্পার্টমেন্টাল বাঁধ পূনরায় চালুকরা।
চতুর্থতমঃ কালনী ,কুশিয়ারা নদীর সংযোগ স্থাপন করে সুইচ গেইট নির্মাণ অথবা সার্ভে করে অন্যকোনো স্থায়ী ব্যবস্থা গ্রহন করা।
৫ম তমঃ কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ হইতে শাল্লার প্রতাপপুর পর্যন্ত কুশিয়ারা নদীর বিভিন্ন ভাঙ্গণ রোধ করা।
৬ষ্ঠতমঃ চরনারচর ইউনিয়নের জয়পুর গ্রাম রক্ষার্থে গ্রামের সামনে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ।
ড. জয়া সেনগুপ্তাা এমপি বলেন, দিরাই শাল্লা নির্বাচনী এলাকাটি একটি হাওর বষ্টিত এলাকা। প্রতিবছরই ভারেতর মেঘালয় রাজ্যের আগাম বৃষ্টির পানিতে অত্র এলাকাটি বন্যায় প্লাবিত হ’য়ে থাকে। ফলে কৃষকের একমাত্র কৃষি ফসল আগাম বন্যায় তলিয়ে যায়।
তিনি বলেন,প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দকৃত অর্থ দ্বারা হাওরের ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হলেও কার্যত টেকসই বাঁধ রক্ষায় ফলপ্রসূ হচ্ছে না। তিনি বলেন, প্রস্তাবনায় উল্লেখিত বিষয়ে গুরুত্বারোপ না করা হলে নিরাপদে ফসল রক্ষা মোটেই সম্ভব নয়। তাই উল্লেখিত বিষয়গুলোতে জরুরী ব্যবস্থা নেওয়া অতীব প্রয়োজন বলে আমি মনে করছি।
এই প্রস্তাবনা গুলোর বাস্তবায়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা করবেন বলে জয়া সেনগুপ্তাা জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাপাউবো সিলেট উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, শাল্লা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, ইউএনও মাহমুুদুর রহমান মামুন, পাউবোর মাঠ প্রকৌশলী এটিএম মোলায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।
উল্লেখিত প্রস্তাবনার বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম বলেন, প্রস্তাবনা গুলো খুবই গুরুত্বপূর্ণ,আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবো, বিষয়গুলো বাস্তবায়িত হলে হাওরের ফসল অনেকটা নিরাপদে চলে আসবে, এমনকি পানিতে তলিয়ে যাবার কোন সম্ভাবনা থাকবে না।