শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন


হাজীগঞ্জে ধর্ষণ ও মৃত্যুর বিষয়টি গুজব: পূজা উদযাপন পরিষদ

হাজীগঞ্জে ধর্ষণ ও মৃত্যুর বিষয়টি গুজব: পূজা উদযাপন পরিষদ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

দেশ-বিদেশের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে- চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ে মা-বোন ও দশ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি মারা গেছে। মূলত হাজীগঞ্জ উপজেলায় এমন কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার সভাপতি বাবু রুহিদাস বণিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি গুজব বলে ব্যাখ্যা দিয়েছেন।

হাজীগঞ্জ উপজেলার হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন যুগান্তরকে বলেন, হাজীগঞ্জ উপজেলার কোথাও হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারে ধর্ষণের ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, হাজীগঞ্জে বুধবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর বিভিন্ন গুজব রটছে। এটিও গুজব। ধর্ষণের বিষয়ে কোনো মামলা বা অভিযোগ নিয়েও কেউ আসেনি।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী যুগান্তরকে বলেন, হিন্দু সম্প্রদায়ে এমন কোনো ঘটনার বিষয়ে চিকিৎসা নিতে কেউ আসেনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin