শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনের ভোটগ্রহণ শেষের পর ভোট গণনাও শেষ হয়েছে। সবগুলো কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।
এদিকে, এমন ফলাফলের পর জয়ী নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরওয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় সরওয়ার হোসেন বলেন নৌকার জয় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। তরুন প্রজন্মের এক সংসদ সদস্য হাবিব তার সমাজ সেবার উপহার আজ সিলেট ৩ আসনের জনগণ প্রমান করে দিয়েছেন ভোটের মধ্যে দিয়ে।আগামীর জন্য শুভ কামনা করি।