বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন


হাবিবকে ডুবাতে গেলে নিজেরাই ডুবে যাবেন: হানিফ

হাবিবকে ডুবাতে গেলে নিজেরাই ডুবে যাবেন: হানিফ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুুবুল আলম হানিফ বলেছেন, নৌকাকে যারাই ডুবাতে চেয়েছিল, তারাই ডুবে গেছে। তাই হাবিবুর রহমান হাবিবকে ডুবাতে যাবেন না, নিজেরাই ডুবে যাবেন।

রোববার (২২ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকা। দেশ স্বাধীন হওয়ার আগেও ৭০ এর নির্বাচনে নৌকা বিজয়ী ছিল। এখনও বিজয়ের বেশে নৌকা আছে, এবং থাকবেই। সিলেট-৩ আসন নির্বাচনে তিনি নৌকা ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় হলেই বিজয় হবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার।

তিনি বলেন, হাবিব তরুণ প্রার্থী। তার চুখে মুখে শুধু উন্নয়নের চিত্র। তাকে একবার সুযোগ দিলে আমার বিশ্বাস সিলেট-৩ আসনের রূপরেখা পাল্টে যাবে। উন্নয়নের জোয়াড় বইবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin