বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন


হাসামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে করোনা ভাইরাসের জীবানু নাশক স্প্রে

হাসামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে করোনা ভাইরাসের জীবানু নাশক স্প্রে


শেয়ার বোতাম এখানে

বালাগঞ্জের হাসামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে করোনায় ভাইরাসের জীবানু নাশক স্প্রে ছিটানো হয়। ৫ এপ্রিল রবিবার বালাগঞ্জ উপজেলা, বালাগঞ্জ থানা, বালাগঞ্জ বাজারে ও শাহবদর নগর এলাকায় ছিটানো হয়।

এসময উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতি রজত চন্দ্রদাস ভুলন, সেচ্ছাসেবীদের মধ্যে রাসেদ জামান আনজব আলী, এমদাদ আহমেদ, আকবর আহমেদ, আবু খায়ের, সিজু মিয়া, কামরান খাঁন, মাহিম আহমেদ, মারুফ আহমেদ, দিলোয়ার হোসেন, দিলহার আহমেদ।

অলিদ আহমেদ, রিপন মিয়া সহ আর অনেক, উক্ত সংস্থাকে আর্থিক সহযোগীতা করেছেন সমাজসেবক মাহমুদ হোসেন মাছুম, ‘আফিজ খান,’আমিনুল হক সুমন, মুনসুর আহমেদ, খালেদ মিয়া, আলী আহমেদ, নুনু মিয়া সহ অনেকই।

গত ৪ দিন ধরে ধারাবাহিক ভাবে প্রতিটি এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে৷ স্বেচ্ছাসেবকরা এ কাজ করে যাচ্ছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin