শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন


হুথিদের হাতে নতুন ক্ষেপণাস্ত্র-ড্রোন, পাল্টাবে যুদ্ধ পরিস্থিতি

হুথিদের হাতে নতুন ক্ষেপণাস্ত্র-ড্রোন, পাল্টাবে যুদ্ধ পরিস্থিতি


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করেছে। যার মধ্যে রয়েছে ডানাবিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর ফলে সৌদি জোটের সঙ্গে হুথিদের যুদ্ধপরিস্থিতি পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ আলী আল-হুথি, ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট আবদুল আজিজ বিন হাবতুর এবং হুথি সমর্থিত সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসির আল-এমাতি।

হুথিদের অপারেশন্স কমান্ড সেন্টার জানিয়েছে, প্রতিরক্ষা খাতের এসব অর্জন শহীদ সালেহ আস-সামাদ প্রদর্শনীতে দেখানো হয়েছে।

প্রসঙ্গত, সালেহ আস-সামাদ হচ্ছেন ইয়েমেনের হুথি সমর্থিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট। ২০১৮ সালে হুদাইদাহ প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় তিনি নিহত হন।

খবরে বলা হয়েছে, যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করা হয়েছে তা হলো- ডানা বিশিষ্ট কুদস-১ ক্ষেপণাস্ত্র, সামাদ-১, সামাদ-৩ হাই অ্যাল্টিটিউড ড্রোন এবং কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন।

উল্লেখ্য, এর আগে থেকেই হুথি যোদ্ধারা সামাদ-৩ ও কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করে আসছে। তবে এই প্রথম এ ড্রোন প্রদর্শন করা হলো।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin