মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন


হোসনে আরা বেগম ডলি’র ‘জিয়নকাঠি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

হোসনে আরা বেগম ডলি’র ‘জিয়নকাঠি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেট নগরের কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয়েছে বইমেলা। মেলা উদ্বোধনের পরই লেখক-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বইমেলার দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড় আর সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল পুরো মেলার প্রাঙ্গণ। প্রতিটি প্রকাশনের স্টলে ভিড় করছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষাথীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রত্যেকেই নিজের পছন্দমতো বই কিনে নিয়ে যাচ্ছেন।

বইমেলাকে কেন্দ্র করে লেখক-কবি-সাহিত্যিকদের আড্ডা জমে উঠেছে। স্বরচিত কবিতা পাঠ এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে বইমেলার প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে। তেমনই পাণ্ডুলিপি প্রকাশনের উদ্যোগে কবি, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোসনে আরা বেগম (ডলি)’র ‘জিয়নকাঠি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক জিল্লু, বিশিষ্ট লেখক ও গবেষক কবি হাসনাত মুহ. আনোয়ার, কবি শুয়েব মুজাদ্দিদ, কবি রওশন আরা বাঁশির, সাংবাদিক আবদুল কাদের তাপাদার,লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হোসনে আরা বেগম (ডলি)-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ জিয়নকাঠি ব্যক্তিমানুষের সাফল্য-ব্যর্থতা, উপলব্ধি-ক্ষমতাসহ নানাবিধ বর্ণনায় ভরপুর। প্রতিটি কবিতাই যেন চমক লাগানো। উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি, নৈতিক মূল্যবোধ, উপলব্ধি, অকুতোভয় মনীষাসহ নানাপ্রকরণের কবিতা এ কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। প্রতিটি কবিতাই যেন আবেগের গাঁথুনিতে ঝলমলে। যা পাঠককে মোহিত করবে নিঃসন্দেহে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin