খেলা ডেস্ক :
বিশ্বকাপের মঞ্চে গত দুইবারের দেখায় দুইবারই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে তৃতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি মাশরাফীরা।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন নেই। আগের দুই ম্যাচের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। রুবেলের ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও তার জায়গা হয়নি একাদশে।
এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন লিয়ান প্লাংকেট, বাদ পড়েছেন মইন আলী। পাকিস্তানের বিপক্ষে আদিল রশিদ বাজে বোলিং করলেও বাদ পড়েননি তিনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।