সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের জেলা দৃষ্টি প্রতিবন্ধী এবং সুনামগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা দৃষ্টি প্রতিবন্ধী কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ অন্ধ কল্যান সমিতির সদস্যবৃন্দ।