বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন


১৭ দিন পরও থামছে না কিশোর রুহানের আর্তনাদ!

১৭ দিন পরও থামছে না কিশোর রুহানের আর্তনাদ!


শেয়ার বোতাম এখানে

নবীন সোহেল
কিশোর রেদওয়ান আহমদ রুহান সদ্য এসএসসি পাশ করেছে। তার পরিবারের একমাত্র উপার্জনকারী মা স্বপ্ন দেখিয়েছিলেন করোনা সংকট গেলে তাকে সিলেটে নামী একটা কলেজে ভর্তি করাবেন। আসন্ন ঈদে পাঞ্জাবী কেনার বায়নাও মেনে নিয়েছিলেন তার মা আসমা শিকদার। যে স্কুলে তার মা শিক্ষক ও অফিস সহকারী ছিলেন সেই স্কুল থেকেই রুহান এসএসসি পাশ করেছে। তাই মায়ের স্কুলের সাথে তারও একটা গভীর সম্পর্ক ছিল। সেই স্কুলের বিষয়াদী নিয়ে তার মা আত্মহনন করেছেন। সেই সাথে সাথে রুহানের সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। তার মায়ের আত্মহত্যার পিছনে যারা আছেন সবার ফাঁসি দাবি করে কেঁদে কেঁদে মাটিতে লুঠিয়ে পড়ে রুহান।

রেদওয়ান আহমদ রুহান বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগের ফজলু মিয়া ও নিহত আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারি আসমা শিকদার দম্পতির একমাত্র সন্তান। আসমা শিকদারের মৃত্যুর ১৭দিন পেরিয়ে গেলেও তাঁর পিতার বাড়িতে স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে।

গত ৬জুলাই হারপিক পান করে চিকিৎসাধিন অবস্থায় ৮জুলাই নিহত হন আসমা শিকদার (৪০)। পরদিন ৯জুলাই আত্মহননের প্ররোচনার অভিযোগ এনে নিহতের স্বামী ফজলু মিয়া বাদি হয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাসিম উদ্দিন (৫৫) ও কমিটির সদস্য আনওয়ার মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন, (মামলা নং ৬)।

আর ওই মামলায় ৮জুলাই আটককৃত দৌলতপুর গ্রামের বাসিন্দা ও গভর্নিংবডির সদস্য আনওয়ার মিয়াকে (৪২) আটক করে পুলিশ। পরদিন (৯জুলাই) গ্রেপ্তার দেখিয়ে তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। গত ১৯ জুলাই আনওয়ার মিয়ার আইনজীবি আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানীন্তে আদালত জামিন না মঞ্জুর ক্রমে জেল হাজতে প্রেরণ করেন। অন্যদিকে, আসমা শিকদার নিহতের পর থেকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও প্রতিষ্ঠনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিম উদ্দিন গাঁ ঢাকা দিয়েছেন।

মৃত্যুর ১৭দিন পর আসমা শিকদারের পিতার বাড়ি দৌলতপুরের আটঘরে সরেজমিন গেলে দেখা যায়, একদিকে আসমা শিকদারের স্বামী ফজলু মিয়া ও তার ছেলে রুহান বার বার কান্নায় মাটিতে লুটিয়ে পড়ছেন। অন্যদিকে নিহতের পিতা সত্তোরোর্দ্ধ ফিরোজ মিয়া কান্নায় মূর্চা যাচ্ছেন। তাদের এখন একটাই দাবি আসমা শিকদারের আত্মহত্যার প্ররোচনাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্ব্বোচ্য শাস্তি। এমন দাবিতে এখন সোচ্চার বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা।

এ দাবিতে গত ১৬ জুলাই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আব্দুর রউফ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাসিম উদ্দিন ও কমিটির সদস্য আনওয়ার মিয়া ছবি সম্বলিত পোস্টার-ব্যানার নিয়ে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এছাড়া বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব হয়ে উঠেছেন স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা।

এদিকে, আসমা শিকদারের রহস্যজনক মৃত্যু নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহতের স্বামী ও পিতার পরিবারের দাবি ‘আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দৌলতপুর’ গভর্নিংবডির সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক সদস্যের চাপ ও অপমান সইতে না পেরে আত্মহুতির মতো ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন আসমা।

আর স্কুল পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রউফের পরিবারের দাবি পারিবারিক কলহের কারনেই আসমা শিকদার আত্মহত্যা করেছেন। এখন গভর্নিংবডির উপর দায় চাপিয়ে হয়রানী করা হচ্ছে। তবে, এই ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য সুষ্ট তদন্ত দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

অন্যদিকে, আসমা শিকদারের আত্মহননের ঘটনার বিষয়টি গত ২০জুলাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার আলোচনায় আসে। সভায় তদন্ত কমিটি গঠন করে আসল রহস্য উদঘটনের জন্য সিদ্ধান্ত হয়।

সরেজমিন নিহত আসমা শিকদারের বাবার বাড়ি আটপাড়া গেলে তার পিতা ফিরোজ মিয়া শুভপ্রতিদিনকে বলেন, মামলায় সভাপতিসহ অভিযুক্ত তিনজনই তার মেয়েকে প্রতিনিয়ত মানষিকভাবে টর্চার করেছেন। আয়-ব্যয় হিসাব দিতে বার বার চাপ সৃষ্টি করেছেন। ৬জুলাই প্রতিষ্ঠানে বৈঠক শেষে আবারও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। যে কারণে তার মেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিও করেন তিনি।

অপরদিকে, মামলার প্রধান আসামি গর্ভনিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফের স্ত্রী প্রবাসী রাবেয়া রউফ বলেন, স্কুল কমিটি নিয়ে দ্বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির উন্নয়ন বাঁধাগ্রস্ত করার পাশাপাশি অযথা হয়রানী করতে অফিস সহকারী আসমা শিকদারের আত্মহত্যার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তার স্বামীকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে। তিনিও মামলার হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সুষ্টু তদন্তের দাবি জানান।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম মুসা শুভ প্রতিদিনকে বলেন, অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin