শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন


৫ বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চান পোশাক মালিকরা

৫ বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চান পোশাক মালিকরা


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক
পোশাক খাতের সংকট মোকাবেলায় আগামী অর্থবছরের বাজেটে সব ধরনের পোশাক রপ্তানির ওপর রপ্তানি মূল্যের পাঁচ শতাংশ হারে ভর্তুকির দাবি জানিয়েছে দেশের পোশাক খাতের তিনটি শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।
এতে বাজেট থেকে সরকারের অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে ১১ হাজার ৭২৪ কোটি টাকা।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেল যৌথ সংবাদ সম্মেলন করে এমন প্রস্তাব দেয় সংগঠন তিনটি।
এ সময় পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক দুই-পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখার পাশাপাশি করপোরেট কর বিদ্যমান ১২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়।
এছাড়া পোশাক কারখানায় গ্যাস, বিদ্যুত ও পানির বিলের ওপর ভ্যাট শতভাগ মওকুফ চান সংগঠনের নেতারা।
বিজিএমইএ সভাপতি ড. রূবানা হক বলেন, সব ধরনের পোশাক রপ্তানির উপর রপ্তানি মূল্যের ৫ শতাংশ হারে ভর্তুকির অর্থ একক প্রণোদনা হিসেবে বছরে ১১ হাজার ৭২৪ কোটি টাকা সরকার পোশাক রপ্তানিকারকদের দিতে পারে।
একইভাবে আগামী ৫ বছর প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin