প্রতিদিন ডেস্ক
পোশাক খাতের সংকট মোকাবেলায় আগামী অর্থবছরের বাজেটে সব ধরনের পোশাক রপ্তানির ওপর রপ্তানি মূল্যের পাঁচ শতাংশ হারে ভর্তুকির দাবি জানিয়েছে দেশের পোশাক খাতের তিনটি শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।
এতে বাজেট থেকে সরকারের অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে ১১ হাজার ৭২৪ কোটি টাকা।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেল যৌথ সংবাদ সম্মেলন করে এমন প্রস্তাব দেয় সংগঠন তিনটি।
এ সময় পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক দুই-পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখার পাশাপাশি করপোরেট কর বিদ্যমান ১২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়।
এছাড়া পোশাক কারখানায় গ্যাস, বিদ্যুত ও পানির বিলের ওপর ভ্যাট শতভাগ মওকুফ চান সংগঠনের নেতারা।
বিজিএমইএ সভাপতি ড. রূবানা হক বলেন, সব ধরনের পোশাক রপ্তানির উপর রপ্তানি মূল্যের ৫ শতাংশ হারে ভর্তুকির অর্থ একক প্রণোদনা হিসেবে বছরে ১১ হাজার ৭২৪ কোটি টাকা সরকার পোশাক রপ্তানিকারকদের দিতে পারে।
একইভাবে আগামী ৫ বছর প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান তিনি।