থমকে গেছে জীবন। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরবন্দি লোকজন। এমন অবস্থায় দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। এসময়ে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।
মহামারি করোনা ভাইরাসে নিম্নআয়ের সিলেটের ৬শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মেট্রোপলিটনপুলিশ। বুধবার সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, ডিসি হেডকোয়াটার তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা, এহসান চৌধুরী, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া প্রমুখ।