বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২০ অপরাহ্ন


৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

বিএনপি দলীয় সংসদ সদস্যের পদত্যাগে ৬ শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৬টি আসনেই ভোট হবে ইভিএমে। সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া- ৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।আসনগুলোর মধ্যে আলোচনায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন।

এখানে বিএনপির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে প্রচারণা করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তার প্রতিদ্বন্দ্বী আসিফ আহমেদ নিখোঁজ নাকি আত্মগোপনে, তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

যদিও ইসি বলছে, তিনি আত্মপোগনেই আছেন।নির্বাচনী এলাকায় অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকছে। এ ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে আজ মধ্যরাত পর্যন্ত।

ভোটের প্রস্তুতি সম্পর্কে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের বলেছেন, আগে অন্যান্য জায়গায় যে রকম প্রস্তুতি ছিল, তার সবই আছে। শুধু একটাই নেই, সিসি ক্যামেরা। বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এ ছয়টি আসনের উপনির্বাচনে সংসদ সদস্যপদে লড়ছেন মোট ৪০ প্রার্থী। এর মধ্যে ১৭ জন স্বতন্ত্র এবং বাকি ২৩ জন ১০টি রাজনৈতিক দলের।এসব আসনে মোট ভোটার ২২ লাখ ৫০ হাজারের বেশি। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। এ আসনে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। ভোটকেন্দ্র ১১২টি। মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বী ১১ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি। আর ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। এ আসনে ভোটকেন্দ্র ১৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। এখানে ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন। ভোটকেন্দ্র ১৩২টি, মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin