বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন


৮ বছর থেকে মেয়ে হত্যার বিচারের প্রতিক্ষায় বিয়ানীবাজারের গৃহবধু সেলিনা

৮ বছর থেকে মেয়ে হত্যার বিচারের প্রতিক্ষায় বিয়ানীবাজারের গৃহবধু সেলিনা


শেয়ার বোতাম এখানে

বিয়ানীবাজার প্রতিনিধি:

চোখের জল ফুরিয়েছে বহুআগে। বোবাকান্নার শব্দ এখন আর হয়তো কারো পৌছায় না। ন্যায় বিচারের প্রতিক্ষায় আদালতের বারান্দা আর নিত্যনতুন আইনী মারপ্যাঁচ এখন এক গৃহবধুর সঙ্গি। অল্প কিছু জমিজমার ন্যায্য হিস্যার লড়াই করতে গিয়ে ভিটেমাটি হারানোর উপক্রম হয়েছে তার। গত ৮ বছরের বেশী সময় থেকে আইনী লড়াইয়ে জিততে ব্যয় করেছেন বিপুল পরিমাণ টাকা-পয়সা। আর কতবছর এই অবলা নারীকে অধিকার আদায়ের সংগ্রাম করতে হবে-এমন প্রশ্ন রাখেন সেলিনা বেগম (৪৭)। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ ফতেহপুর গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী।

তাদের মাত্র সাড়ে চারশতক জমি নিয়ে বিরোধের জের ধরে রহস্যজনক মারা যান স্বামী আবুল কালাম, খুন হয় মেয়ে সুমনা আক্তার। আর বিরোধীয় জমিতে মসজিদ নির্মাণ এবং অবশিষ্ট জমিতে দোকান কোটা নির্মাণ করে ব্যবসা করছেন তার ভাসুর পরিবারের সদস্যরা।

৮ বছরের বেশী সময়ের অপেক্ষা: গত ২০১২ইং সালের ১৯ নভেম্বর সকালে প্রতিপক্ষের হাতে খুন হয় সেলিনা বেগমের স্কুল পড়–য়া মেয়ে সুমনা আক্তার। এই ঘটনায় সেলিনা নিজে বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একই এলাকার সামসুল ইসলাম, মখলিছুর রহমান, আব্দুল খালিক, মাসুক আহমদ, সাবিনা ইয়াছমিন ও রিমা বেগমকে আসামী করা হয়। পুলিশ তদন্ত শেষে এ মামলার অভিযোগ প্রদান করলে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু এরপর থেকে উচ্চ আদালত দফায়-দফায় মামলার বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিতে থাকেন।

গত মাসে পুণরায় এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হলে আসামীপক্ষ সুপ্রীমকোর্টের স্থগিতাদেশের কথা বলে সময় নিতে চায়। কিন্তু আদালত তাদের সময় আবেদন না মঞ্জুর করে নির্ধারিত স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেন। এদিকে স্কুল ছাত্রী সুমনা বেগম নিহতের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পাল্টামামলা দায়ের করে আসামীপক্ষ। সে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। বাদীপক্ষের আইনজীবি এডভোকেট দেলোওয়ার হোসেন দিলু জানান, বিবাদীপক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপন করছে। তারা বিচারিক প্রক্রিয়া বাধাঁগ্রস্থ করতে টালবাহানার আশ্রয় নিচ্ছে।

সেলিনার স্বামীর রহস্যজনক মৃত্যু: গত ২০১২ইং সালে বাড়ির কাছে একটি ড্রেনে সেলিনা বেগমের স্বামী আবুল কালামের মৃতদেহ পাওয়া যায়। রহস্যজনক এই মৃত্যুর কিনারা হয়নি আজও। ময়নাতদন্ত প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয় বন্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি ওঠে আসলেও এ নিয়ে নিহতের পরিবারের অনেক সন্দেহ-অভিযোগ আছে। এই মৃত্যুর মাত্র ১৫ মাস পর সুমনা বেগমকে খুন করা হয়।

বিরোধীয় জমিতে মসজিদ নির্মাণ: যে জমি নিয়ে একের পর এক ঘটনা, আদালতে মামলা এবং বিরোধের সৃষ্টি সেই জমি কিনে নিয়েছেন সেলিনা বেগমের ভাসুর আব্দুস সাত্তার। আদালতে মামলা চলমান থাকার পরও তার জমি কেনা নিয়ে অনেক রহস্যের সৃষ্টি হয়েছে। আর বিরোধীয় জমি ভাইয়ের প্রতিপক্ষদের কাছ থেকে ক্রয় করে নির্মাণ করেছেন মসজিদ। এই মসজিদে সেলিনার পরিবারের কেউ যাতায়াত করেনা। অবশিষ্ট দেড় শতক জমিতে দোকান কোটা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন ভাসুর আব্দুস সাত্তারের ছেলেরা।

এই প্রতিবেদকের সাথে আলাপকালে সেলিনা বেগম জানান, গরীবের বিচার চাওয়ার জায়গা নেই। কার কাছে বিচার চাইবেন, বিচার করবে কে? তিনি বলেন, বাইরের শত্রæর সাথে লড়াই করলেও ঘরের শন্ত্রু বিভিশন। দীর্ঘসময় থেকে মেয়ে হত্যার বিচারের অপেক্ষায় থেকে তার সর্বস্ব হারানোর উপক্রম।আসামীপক্ষের অর্থ-প্রভাবের কাছে ছোখের জল বড় অসহায় বলে চোখ মুছতে থাকতে তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin