শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন


ইভেলি সিলেট টি২০ ব্লাস্ট: ফাইনালে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস

ইভেলি সিলেট টি২০ ব্লাস্ট: ফাইনালে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক:

ইভেলি সিলেট টিটুয়েন্টি ব্লাস্ট ২০২১ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস ৬৮ রানের বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালি সিলেট ইউনাইটেডের বিপক্ষে টসে নামে টুর্নামেন্টের ফেভারিটের তকমা নিয়ে খেলা সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস। টসের ভাগ্যে এগিয়ে থাকার ওয়ারিওরস দলের অধিনায়ক জাকির হাসান টসে জিতেন। সিদ্ধান্ত জানান প্রথমে ব্যাট করার।

সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরসের রিজভী ও শাহনূরদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানের বড় স্কোর করেন। দলীয় এই সংগ্রহে সবচেয়ে বড় ভূমিকা রাখে রিজভী। মাত্র ৬০ বলে ৮৩ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। গ্রপ পর্বে ইউনাইটেডের কাছে হারের প্রতিশোধ নিতেই যেন রিজভী-শাহনুরদের ব্যাটে চার ছয়ের ঝড় উঠেছিল। প্রতিপক্ষ সিলেট ইউনাইডেটকে ১৫৮ রানের বড় টার্গেট দিয়ে অনেকটা নিশ্চিন্তের ফিল্ডিংয়ে নামের টিম ওয়ারিওরস।

ফ্লাড লাইটের কুয়াশাচ্ছন্ন আলোয় বড় টোর্গেট তাড়া করতে নেমে ছন্দ ধরে রাখতে পারেনি সিলেট ইউনাইটেডের ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে ১০ উইকেটে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয় তারা। সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস ৬৮ রানের বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এই ম্যাচে ম্যান অব দ্যা ্ম্যাচ হন সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওর‘র ব্যাটসম্যান রিজভী। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রিজভী বলেন, টার্গেট অনুযায়ি খেলেছি। টুর্নামেন্টের শুরু থেকে প্রত্যকটি ম্যাচে রান করছিলাম, কিন্তু বড় কোন স্কোর পাচ্ছিলাম না। আজ বড় স্কোর করতে পেরেছি। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি জানান রিজভী।

সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস এর অধিনায়ক জাকির হাসান বলেন, ব্যাটসম্যানরা দারুণ খেলেছেন। আমরা বড় টার্গেট দিয়ে প্রথমেই এগিয়ে ছিলাম। বোলারাও ভালো বল করেছেন। ফিল্ডিংয়েও সাফল্য দলকে জেতাতে দারুণ ভূমিকা রেখেছে। সব মিলিয়ে দিনটা আমাদের ছিল।

ফাইনাল নিয়ে জাকির বলেন, ফাইনালে জেতা ভাগ্যের বিষয়। তবে আমরা সেরাটা দিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হবার খেলব।
এদিকে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরসের প্রধান পৃষ্টপোষক ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী দলের জয়ে দারুণ উল্লসিত। তিনি বলেন, সিসিকের টিম শুরু থেকেই ভালো খেলা উপহার দিচ্ছে। আমরা সিলেট তথা দেশের ক্রিকেটের উন্নয়নে অংশিদার হতেই এই টুর্নামেন্টে অংশ নিয়েছি। আমাদের টিম ফাইনালে গিয়েছে। আশা করি সিলেটের ক্রিকেটপ্রেমিরা ফাইনাল খেলাটি উপভোগ করবেন।

সেমিফাইনালে দারুণ খেলা উপহার দেয়া দলের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি। ফাইনালে জয়ের ব্যপারেও আশাবাদ জানান সিসিক মেয়র।

২৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনালে কুশিয়ারা রয়েলসের মুখোমুখি হবে টিম সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিওরস।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin