বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন


উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে নগরীতে গ্রেপ্তার ১

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে নগরীতে গ্রেপ্তার ১


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

উগ্রবাদী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সিলেট নগরী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।তার নাম কাজী বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া ওরফে মোল্লা আক্তার মো. মনসুর (৩৫)। মনসুর হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দালিল কাজীবাড়ীর মৃত কাজী শওকাতুল আম্বিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ইলেকট্টিক সাপ্লাই রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখানে তল্লাশীকালে মনসুরের ব্যবহৃত টেলিগ্রাম ও অন্যান্য মিডিয়ার আইডি যাচাই করে বিভিন্ন প্রকার উগ্রবাদী ও উস্কানিমূলক পোষ্ট পাওয়া যায়। এ ঘটনায় তারেক বিন জিয়া ওরফে মোল্লা আক্তার মো. মনসুরসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে র‌্যাবের ডিএডি মো. বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানা এবং এসএমপির শাহপরাণ (রহঃ) থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin