শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন


উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : বিশ্বনাথে এড. নাসির উদ্দিন খান

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : বিশ্বনাথে এড. নাসির উদ্দিন খান


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আঞ্চলিকতার চিন্তা না করে এলাকার উন্নয়নের চিন্তা করুন। আর উন্নয়নের চিন্তা করলে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসির উদ্দিন খান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ভারতের চেয়ে উন্নত হয়েছে। দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু দশঘরে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত রয়েছে। এখন আর পিছনে তাকানোর সময় নেই। তাই উন্নয়নের স্বার্থে নৌকা বিজয়ের বিকল্প নেই।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন এই ইউনিয়নের মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ২৯ তারিখ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে বিঝয় নিশ্চিত করতে হবে। এসময় নৌকার প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমান ইউনিয়নবাসীর কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করেন।

দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ-সভাপতি সমছু মিয়া, আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সদস্য মকদ্দুছ আলী ব্যাংকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৈমুছ আলী, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মাসুক আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেদওয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমূখ।

সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ওসমানীনগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, মানিক মিয়া, তপন দাশ, মিজানুর রহমান মিজান, আনোয়ার মিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইন, শেখ শহিদুল ইসলাম, আবদাল মিয়া, আবদুল মোমিন, দেলোয়ার হোসেন রুপন, তজম্মুল আলী, বাবুল মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম কবির, জেলা যুবলীগ নেতা মাসুদ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সদস্য আবদুল হক, জহুর আলী মেম্বার, ওয়াহাব আলী মেম্বার, আমির আলী, শাহ আলম খোকন, তাজুল ইসলাম, ইউসুফ ইসলাম, জিয়াউর রহমান জিয়া, রুহেল খান, জাবেদ মিয়া, শাহ ফারুক, যুবলীগ নেতা সঞ্চিত আচার্য্য, আলমগীর হোসেন, মুহিবুর রহমান সুইট, এমদাদ হোসেন নাঈম, সায়েদ আহমদ, মাহমুদুল করিম মঞ্জু, জাকির হোসেন, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান দুলু, রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির আহমদ, মিয়াদ আহমদ, আশরাফ উদ্দিন, শিপন আহমদ, কয়েছ মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin