বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন


ওসমানীনগরে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পেলেন ২০ পরিবার

ওসমানীনগরে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পেলেন ২০ পরিবার


শেয়ার বোতাম এখানে

ওসমানীনগর প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা ওসমানীনগরে গৃহহীন ২০ পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের মাথা গুজার ঠাই হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন তারা।

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া দিঘিরপাড়ে ও দয়ামীর ইউপির ধিরারাইয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমি ও গৃহহীনদের মধ্যে পাকা ঘরের চাবি প্রদান করা হয়েছে।

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানের মধ্য দিয়ে মুজিবর্ষে সিলেটের ওসমানীনগরে ৫৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর প্রদান করা হবে। ৫৩৩ পরিবারের মধ্যে ২১৫ পরিবারকে একক গৃহ এবং ৩১৮ পরিবারকে ব্যারাকে গৃহ প্রদান করা হবে। ইতিমধ্যে ওসমানীনগরে ২০৭টি একক ঘর নির্মানাধীন, তার মধ্যে তাজপুরের খাশিপাড়া দিঘির পাড়ে ১০টি ঘর এবং দয়ামীর ইউপির ধিরারাইয়ে ১০টি ঘরের নির্মান কাজ শেষ হওয়া উপকারভোগীদের মধ্যে আজ মঙ্গলবার সে সব ঘরের চাবি হস্থান্তর করা হয়েছে।

নতুন ঘরে প্রবেশের শুভ সুচনা অনুষ্ঠানে উপকারভোগী ফারুক আহমদ, লিটন মোল্লা, বিধবা আমেনা বেগম, বৃদ্ধ ফিরোজ মিয়া, লাভলী গুন, আলা উদ্দিন সহ খাশিপাড়ায় ১০জন এবং উপজেলার দয়ামীর ইউপির ধিরারাইয়ে আরো ১০জনের হাতে প্রধানন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর করা হয়। বহুল কাংখিত ঘর পেয়ে সকল উপকারভোগীরা প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গৃহহীনদের মধ্যে ঘরের চাবি হস্তানন্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসলিম, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, তাজপুর ইউনিয়ন চেয়ারম্যন ইমরান রব্বানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, ইউপি সদস্য আব্দুজ জহুর শুকুর, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin