বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ অপরাহ্ন


ওসমানীনগরে বিপদেও অসহায়দের পাশে প্রবাসীরা

ওসমানীনগরে বিপদেও অসহায়দের পাশে প্রবাসীরা


শেয়ার বোতাম এখানে

জয়নাল আবেদীন,ওসমানীনগর:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অনেক দেশে চলছে লকডাউন। উপার্জন না থাকায় বিদেশে চরম বিপাকে রয়েছেন প্রবাসীরা। কিন্তু নিজেরা বিপদে থেকেও দেশের অসহায় মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানীনগরের অধিকাংশ মানুষ ব্রিটিশ আমল থেকেই যুুক্তরাজ্য-   যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন।বিদেশে অবস্থান করলেও তাদের মন পড়ে থাকে মাতৃ ভূমিতে।তাই তো দেশের প্রতিটি  দুর্যোগে আত্মীয়-স্বজনসহ এলাকার গরিব জনগোষ্ঠির প্রতি বাড়িয়ে দেন তাদের সহযোগিতার হাত।যার কারণে উপকৃত হয় হাজার হাজার পরিবার। বর্তমানে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরবন্দি রয়েছেন দেশের মানুষ। কাজ-কর্ম না থাকায় লকডাউনের শুরু থেকেই খাদ্য সংকটে ভুগতে শুরু করেছে দিনমজুর পরিবার গুলো। সবকিছু বন্ধের বেশিদিন অতিবাহিত হওয়ার কারণে মধ্যবিত্ত পরিবার গুলোও এখন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে সরকারের প্রবাসীদের সহযোগিতা এখনও অব্যাহত রয়েছে। নিজেরা বিদেশে থাকলেও দেশে অবস্থানরত তাদের স্বজন অথবা পরিচিতদের মাধ্যমে খাদ্য সংকটে থাকা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ। ইতোমধ্যে ওসমানীনগরে ব্যক্তিগত উদ্যোগে প্রবাসীরা হাজার হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন,যাতে সংকটময় সময়ে সাধারণ মানুষ দু’মুঠো ভাত খেতে পারে।

গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, দেশের প্রতিটি দুর্যোগে প্রবাসীদের সহযোগিতা অতীতের ন্যায় এখনও অব্যাহত আছে।আমরা প্রবাসীদের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। প্রবাসীদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি। ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বলেন,মহামারীতে প্রবাসীরা  বিদেশে বিভিন্ন সমস্যার সন্মুখিন। তারপরও সরকারের পাশাপাশি তারা দেশের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিচ্ছেন।বিভিন্ন মহলের পাশাপাশি প্রবাসীরাও সংকটময় মুহূর্তে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin