বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন


করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে : কম ময়মনসিংহে

করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে : কম ময়মনসিংহে


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

রাজধানীসহ সারাদেশে ২ সেপ্টেম্বর পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সর্বমোট ৪ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪০৮ (৭৮ দশমিক ৩৩ শতাংশ) এবং নারী ৯৪৩ জন (২১ দশমিক ৫৭ শতাংশ)।

করোনায় মোট মৃত্যুবরণকারীদের সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে।

এখন পর্যন্ত ঢাকা বিভাগে মোট মৃত রোগীর সংখ্যা ২ হাজার ১০৫ জন (৪৮ দশমিক ৩৮ শতাংশ) এবং চট্টগ্রাম বিভাগে ৯৪৩ (২১ দশমিক ৬৭ শতাংশ)। রাজশাহী বিভাগে ২৯১ (৬ দশমিক ৬৯ শতাংশ), খুলনা বিভাগে ৩৬৩ (৮ দশমিক ৩৪ শতাংশ), বরিশাল বিভাগে ১৬৯ (৩ দশমিক ৮৮ শতাংশ), সিলেট বিভাগে ১৯৪ (৪ দশমিক ৪৬ শতাংশ), রংপুর বিভাগে ১৯৪ (৪ দশমিক ৪৬ শতাংশ) ও ময়মনসিংহে ৯২ জন (২ দশমিক ১১ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন। হাসপাতালেই সবার মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৩৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৮২ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬ জনে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin