শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন


করোনা প্রতিরোধে শ্রীমঙ্গলে যানবাহনে ছিটানো জীবাণুনাশক স্প্রে

করোনা প্রতিরোধে শ্রীমঙ্গলে যানবাহনে ছিটানো জীবাণুনাশক স্প্রে


শেয়ার বোতাম এখানে

শ্রীমঙ্গল প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গল থানা পুলিশ এর উদ্যোগে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সোমবার দুপুরে শহরের হবিগঞ্জ সড়কে দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের সম্মুখে ও রাজমহল মিষ্টির দোকান চত্বরে আগত বিভিন্ন যানবাহনে জীবাণু নাশক স্প্রে করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক, ওসি তদন্ত সোহেল রানা ও ওসি অপারেশন নয়ন কারকুন। কর্মসূচির শুরুতে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ প্রায় ২ শতাধিক যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস  ছালেক জানান, করোনা ভাইরাস মোকাবেলায় শহরমূখী সব যানবাহনে জীবাণুনাষক স্প্রে করা হচ্ছে। যতদিন প্রয়োজন হবে এ কার্যক্রম চালানো হবে।

ওসি বলেন, কোন সামাজিক সংগঠন এ কার্যক্রমে সহযোগিতা চাইলে আমরা তাদের জীবাণুনাশক উপকরণ দিয়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin