শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৬ অপরাহ্ন


কানাইঘাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

কানাইঘাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন


শেয়ার বোতাম এখানে

আলিম উদ্দিন, কানাইঘাট থেকে:

সিলেটের করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কানাইঘাটের তৈয়ব আলী নামের এক ব্যক্তি মারা যান। মৃত ব্যক্তির বাড়ি কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল গ্রামে।

মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, কানাইঘাট উপজেলার বিরদল গ্রামের ৭৫ বয়সী ওই বৃদ্ধ ২৯ মে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার ভোর ৫টায় তিনি মারা যান।

গত ২৮ মে করোনা রির্পোট পজেটিভ আসে। সেই রির্পোট আসার ৫ দিনের মাথায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে তাঁর গ্রামেই দাফন সম্পন্ন করেছেন উপজেলা পরিষদের লাশ সৎকারের গঠিত দল।

এতে জানাযার ইমামতি করেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুলাহ শাকির। তিনি স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করেছেন জানিয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin