শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন


কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষদের উদ্যোগী করতে হবে: মুহিবুর রহমান মানিক এমপি

কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষদের উদ্যোগী করতে হবে: মুহিবুর রহমান মানিক এমপি


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকতে হবে। করোনা ভ্যাকসিন নিতে এখানে মানুষের আগ্রহ কম। আমাদের দেশে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন থাকা সত্ত্বেও মানুষ ভ্যাকসিন গ্রহণ করছে না। কিন্তু পৃথিবীর উন্নত দেশসমূহে এখনো পর্যাপ্ত ভ্যাকসিন নেই। তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষদের উদ্যোগী করতে হবে। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। এখনো তা চলমান রয়েছে।

এ যাবত প্রায় ৩৫ হাজার লোক ভ্যাকসিন ১ম ডোজ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার সাধারণ মানুষের নাগালে ভ্যাকসিন পৌছে দিতে হাসপাতাল ছাড়াও পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কমিউনিটি ক্লিনিকগুলোতেও ভ্যাকসিন প্রদানের সুবিধা করে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন ২য় ডোজের উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি হাসপাতালে কোভিড-১৯ ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, টিএইচও ডাঃ রাজীব চক্রবর্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, এসআই হাবিবুর রহমান পিপিএম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সদরুল আমিন, মাহবুব আলম প্রমুখ।

কোভিড-১৯ ভ্যাকসিন ২য় ডোজ গ্রহণ উদ্বোধনকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিনহাজুর রহমান তানভীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin