বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন


কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে জখম, লুটপাট

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে জখম, লুটপাট


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বিজয় পাড়ুয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

জখমী দুই জন হলেন বাবা মোঃ দুলাল মিয়া(৬৫), মেয়ে সানু আক্তার (২৪)। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন দুলাল মিয়ার অবস্থা বর্তমানেও সঙ্কটাপন্ন।

মঙ্গলবার (০৪ মে) দিবাগত রাত অনুমান ৯ টায় ও রাত ১ টা ৩০ মিনিটের সময় বিজয় পাড়ুয়া গ্রামে দুলাল মিয়ার বসতবাড়ীর দক্ষিণ পাশের রাস্তা ও বসতঘরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিজয় পাড়ুয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে দুলাল মিয়ার ও তার ভাই শফিক পাটুয়ারীর পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। জমি বিরোধের বিষয়টি সমাধান করার জন্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সহ এলাকার গন্যামান্য ব্যক্তিদের শরণাপন্ন হলেও সালিশ বিচারে কোনো সুরাহা হয়নি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ক্ষোভের জন্ম।

ঘটনার রাত দুলাল মিয়া স্থানীয় চরার বাজার থেকে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে প্রতিপক্ষের শফিক পাটুয়ারীর ছেলে সাইফুল মিয়াসহ ৭-৮ জন্যের একটি স্বশস্ত্র গ্রুপ তাকে হামলা করে। এ সময় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়ার মাথা ও পিঠে দায়ের কোপে গুরুতর জখম সৃষ্টি হয়। আহত দুলাল মিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রাতের আধারে সাইফুল মিয়াসহ সবাই পালিয়ে যায়। আহত দুলাল মিয়াকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

আহত দুলাল মিয়ার ছেলে আজিম উদ্দিন (২২) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় ৪ লাখ ৯৫ হাজার টাকা ও ২লাখ ৪৭ হাজার ৫’শ টাকা মূল্যের সাড়ে চার ভরি স্বর্ণের বিভিন্ন প্রকার অলংকার এবং জমির দলিল-পর্চা সহ ট্রাংক লুটপাট করে।

বাড়িতে লুটপাট ঠেকাতে দুলাল মিয়ার মেয়ে সানু আক্তার বাধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে উপর্যুপরি পিটাইয়া আহত করে।

জমি বিরোধের বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু সাইফুল গং সালিশ বিচার মানেনি।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াকুব আলী জানান, জমি সংক্রান্ত সংঘর্ষে একটি মামলা আসামীদের বিরুদ্ধে বিচারাধীন রয়েছে। সর্বশেষ ঘটনায় তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে। ওসি স্যারের নির্দেশনা রয়েছে কোনভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin