বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন


কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

‘শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলার ০৬টি ইউনিয়নের ১২টি দল নিয়ে শুভ সূচনা হয় এই টুর্নামেন্টের। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) একই মাঠে গড়াবে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা।

টুর্নামেন্টে প্রথম দিনের খেলায় টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাটিবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল দল জয় লাভ করে।

বালিকাদের মধ্যে টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল জয় পেয়েছে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন, কোষাধ্যক্ষ রাসেল আহমদ প্রমুখ।

রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন বাবু শৈলেন চন্দ্র নাথ, মাইনুল ইসলাম, সফর আলী ও কামাল আহমদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin