মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন


কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন


শেয়ার বোতাম এখানে

সোহরাব আহমদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
এ বছর করোনা থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পূজার প্রথম দিন ষষ্ঠীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনের আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ইউএনও সুমন আচার্য পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পূজা উদযাপনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin