বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন


গরীব দুঃস্থ মেহনতী মানুষের সেবায় সরকার বদ্ধ পরিকর : এমপি মিলাদ গাজী

গরীব দুঃস্থ মেহনতী মানুষের সেবায় সরকার বদ্ধ পরিকর : এমপি মিলাদ গাজী


শেয়ার বোতাম এখানে

নবীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার দেশের গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সরকারের আমলে দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় এবং না খেয়ে থাকবে না। বিশ্বেও সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন উন্নয়নয়েন রোল মডেল।
তিনি ৫ আগষ্ট শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জে ক্যান্সার কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান।

চেক বিতরণী অনুষ্ঠানে প্রায় ৮৯ জন ক্যান্সার কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন (বীরপ্রতিক), নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বর্তমান (ভারপ্রাপ্ত) সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, রবিন্দ্র কুমার পাল, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, লোকমান আহমেদ খান, রাব্বি আহমেদ মাক্কু, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারাণয় রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শেক শাহানুর আলম ছানু, পৌর কৃষকলীগের সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ উপজেলা প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকুলী, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, নবীগঞ্জ পৌর শ্রমিকলীগের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, কুর্শি ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অমলেন্দু সূত্রধর, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল চৌধুরী, সাইদুর রহমান, শামীম আহমদ প্রমূখ।

সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন-মাওলানা খালেদ আহমদ, গীতা পাঠ করেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এ সময় প্রায় ৮৯ জন ক্যান্সার কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin