শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন


চাউলধনী হাওর বাঁচাতে বিশ্বনাথে কৃষকদের মানববন্ধন বুধবার

চাউলধনী হাওর বাঁচাতে বিশ্বনাথে কৃষকদের মানববন্ধন বুধবার


শেয়ার বোতাম এখানে

সিলেটের বিশ্বনাথের সর্ববৃহৎ চাউলধনী হাওরের চারপাড়ের ২৪ গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকদের বিশাল মানববন্ধন আগামী ২০ জানুয়ারি বুধবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া ব্রীজে অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী চাউলধনী হাওরের ইজারা বাতিল, সীমানা নির্ধারণ, বেড়িবাধ, প্রয়োজনীয় স্লুইচ গেইট নির্মান, মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্থ কৃষক, মৎস্যজীবি, খামারীদের ক্ষতিপূরণ আদায়, টেকসই হাওর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও ব্যবহারে শৃঙ্খলা আনয়নে প্রকল্প গ্রহণসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিবেন হাওরপাড়ের কৃষকরা।

হাওরের কৃষকদের বাচাঁতে সংঘবদ্ধ এ মানববন্ধনে দলমত নির্বিশেষে যোগ দিতে হাওরের চারপাড়ের কৃষকসহ সর্বস্তরের জনসাধারণকে আহবান জানিয়েছেন চাউলধনী হাওর কৃষক বাচাঁও আন্দোলন কমিটির আহবায়ক মীরগাও গ্রামের আবুল কালাম। বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin