শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন


ছাতকে পূজা কমিটির সাথে পৌর মেয়রের মতবিনিময়

ছাতকে পূজা কমিটির সাথে পৌর মেয়রের মতবিনিময়


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

আসন্ন শারদী দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবালম্বি নেতৃবৃন্দ ও পৌর এলাকার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে ছাতক পৌরসভা মেয়রের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য্য, সাবেক সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যাপক হারদাস রায়, পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি মহন্ত কুমার রায়, নারী নেত্রী শিখা রানী দে, গৌরাঙ্গ আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক চম্পু দত্ত, বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বিজয় পোদ্দার, ডাঃ করুনা সিন্ধু রায়, আশিষ কুমার দাস, দুলন তরফদার, মৃদুল দাস,মানিক আচার্য, সঞ্জয় কর, সৌরভ দাস, সন্তোষ তালুকদার প্রমুখ।

এসময় পৌরসভার জামাল আহমদ, কল্যানব্রত দাস, সুব্রত হাওলাদার সহপূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, প্রতি বছরের মতো শারদীয় উৎসব চলাকালে পৌরসভার পক্ষ থেকে সার্বিক পৌরসভার পৃথক তদারকি টিম কাজ করবে। সহজ যাতায়াত সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেয়া হবে পৌর স্বেচ্ছাসেবক। বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে পূজা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এ ছাড়া পৌর এলাকার সকল পূজা মন্ডপে সার্বিক সহযোগিতা করার কথা উল্লেখ করে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, দিনের বেলা প্রতীমা বিসর্জন করার বিষয়ে সরকারী নির্দেশনা রয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতীমা বিসর্জনের ব্যবস্থা করার জন্য সকল পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

পাশাপাশি বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতি প্রতিরোধে সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করে পূজা মন্ডপ পরিদর্শন করার আহবান জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin