শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন


ছাতকে সরকারি নলকূপ নিজের ছেলের নামে দিলেন চেয়ারম্যান!

ছাতকে সরকারি নলকূপ নিজের ছেলের নামে দিলেন চেয়ারম্যান!


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

ছাতকের কালারুকা ইউনিয়নে বরাদ্দকৃত ২০২০-২১ অর্থ বছরে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পে নিজের ছেলের নামে গভীর নলকূপ বরাদ্দ দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলির কার্যালয়ে জমা দেয়া ইউপি চেয়ারম্যান অদুদ আলম সাক্ষরিত একটি পত্রে তার ছেলে শাহরিয়ার আলমের নামে একটা নলকূপ বরাদ্দ দেয়া হয়। স্থান উল্লেখ করা হয় ছাতক পৌর শহরের দক্ষিণ মন্ডলীভোগ এলাকায় চেয়ারম্যান এর বাসা। যদিও ইউনিয়ন পরিষদের বরাদ্দ পৌর এলাকায় দেয়ার নিয়ম না থাকায় এটি বাতিল করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান অদুদ আলম বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান জানান, চেয়ারম্যান সাক্ষরিত একটি পত্র তারা পেয়েছিলেন। এরমধ্যে শাহরিয়ার আলমের নলকূপ বাতিল দেয়া হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin