বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন


ছিদ্দিকুর রহমান স্মরণে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

ছিদ্দিকুর রহমান স্মরণে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমানের পিতা ছিদ্দিকুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কোম্পানীগঞ্জের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল আয়োজন করে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেম কলাবাড়ি মখজনুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বির।

প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় দোয়া মাহফিলে ছিদ্দিকুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদ-কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক, কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান আল হেলাল, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোঃ আব্দুল কাইয়ুম মাস্টার, হাজী মোঃ আব্দুল মন্নান মনাফ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন, থানা মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, থানাবাজার মারকাজ মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মইন উদ্দিন মিলন, পাঠাগার সম্পাদক হাফিজুল হক, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অফিস সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন সুমন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হোসেন, আকবর রেদওয়ান মনা, ট্যুরিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল জাবের, দলইরগাঁও নিউজের সম্পাদক নুরুল মুত্তাকিন, ব্যবসায়ী একেএম হৃদয়, আজিজুল হক, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিক্ষক হোসাইন আহমদ, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান ফুসফুসের রোগে ভুগছিলেন। গত ২২ জুলাই সিলেটের একটি হাসপাতালে ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন দক্ষিণ বুড়দেও জামে মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin