বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২১ অপরাহ্ন


জগন্নাথপুরে অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুরে অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে কাঁচামালের দোকানে আগুন লেগে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৮ জুন) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রানীগঞ্জ বাজারে পাইলগাঁও ইউনিয়নের আব্দুল হাসিমের ছেলে মহিউদ্দিন বুদ্ধি মিয়া প্রতিদিনের ন্যায় দোকানের মাল রেখে বাড়ীতে চলে যান। রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ভোর রাতে আগুনের লেলিহা শিখা দেখে বাজারের ব্যবসায়ীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে মহিউদ্দিন বুদ্ধি মিয়ার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার সকালে রানীগঞ্জ বাজারের সেক্রেটারি আজমল হোসেন মিটু সহ বাজারের ব্যবসায়ীরা পরিদর্শন করে যান।

এ ব্যাপারে মহিউদ্দিন বুদ্ধি মিয়া জানান, ‘আমি প্রত্যেক দিনের ন্যায় দোকানে মাল রেখে গিয়েছিলাম। ভোর রাতে কে বা কারা আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। আমার ক্ষতি করার জন্যই এ কাজ করা হয়েছে। বাজারের গলিতে এত দোকান থাকার পরও আমার দোকান টার্গেট করে আগুন লাগানো হয়েছে। আমি এর বিচার চাই।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এএসআই ভোলানাথ জানান, ‘আগুন লাগার ঘটনা শুনার পর সাথে সাথে একদল পুলিশ নিয়ে আগুন লাগার স্থান পরিদর্শন করেছি। আমরা খোঁজ খবর নিয়ে দেখতেছি।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin