বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন


জগন্নাথপুরে ৫০ জন হোম কোয়ারেন্টাইনে: থানা পুলিশের বিকল্প উদ্যোগ

জগন্নাথপুরে ৫০ জন হোম কোয়ারেন্টাইনে: থানা পুলিশের বিকল্প উদ্যোগ


শেয়ার বোতাম এখানে

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে জগন্নাথপুরে আসা ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে দিয়েছেন। ৮ ও ৯ এপ্রিল দুই দিনে করোনা মোকাবেলায় ও জগন্নাথপুররকে নিরাপদ রাখতে ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা, গন্ধর্বপুর, আলমপুর, মেঘারকান্দি, হরিনাকান্দি, বালিশ্রী, পাইলগাঁও সহ বিভিন্ন গ্রামে এ দুই দিনে ৫০ জন লোক আসেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ তাদেরকে চিহিৃত করে হোম কোয়ারেন্টাইনে দিয়েছেন। ৯ এপ্রিল বৃহস্পতিবার তা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

এদিকে, জগন্নাথপুর উপজেলাকে করোনা মুক্ত রাখতে জগন্নাথপুর থানা পুলিশ বিকল্প উদ্যোগ নিয়েছে। জীবন-জীবিকার তাগিদে জগন্নাথপুরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বসবাস করছেন।

এর মধ্যে অনেকে করোনা পরিস্থিতির সময় জগন্নাথপুর ছেড়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন। বর্তমানে ৭/৮ দিনের মধ্যে তাদের মধ্যে কেউ আবার নিজ এলাকা থেকে কর্মস্থান জগন্নাথপুরে ফিরে আসলে অবশ্যই তাদের তথ্য সহ ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

প্রয়োজনে জগন্নাথপুর থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন থানার এসআই আফছার আহমদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin