শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন


জাপানে উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

জাপানে উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক : জাপানে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজন মারা যাওয়ার পর শনিবার সকালে ওই হেলিকপ্টারে থাকা ৯ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

গুন্মা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তোহো এয়ার সার্ভিস পরিচালিত প্রাদেশিক সরকারের মালিকানাধীন ওই হেলিকপ্টারে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

নিহত পাইলট নরিইয়োকি আমাগাই (৫৭) ও কারিগর সুসুমু সাওয়াগুচি (৬০) তোহো এয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এরা দুজন ও নিহত অপর দুই আরোহী সাতোশি ওজাওয়া (৪৪), আকিহিরো ওকা (৩৮) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের সদস্য ছিলেন।

নিহত অপর পাঁচ জন কেন তামুরা (৪৭), ইসুকে মিজুইডে (৪২), হিডেতোশি শিবারা (৪২), হিরোশি কুরোওয়া (৪২) এবং মাসায়া হাচিসুকে (৪৩) অগ্নিনির্বাপন কর্মী ছিলেন।
এক বিবৃতিতে গুন্মা সরকার জানিয়েছে, শুক্রবার সকাল সোয়া ৯টায় মাবাসি শহর থেকে উড্ডয়নের দেড় ঘন্টার মধ্যে বেল ৪১২ ইপি নামের ওই হেলিকপ্টারটির ফেরার কথা ছিল। ৯.৫৮ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষের সাথে এর পাইলট যোগাযোগও রক্ষা করেছিলেন, কিন্তু এর তিন মিনিট পর রাডারে আর কোন তথ্য পাওয়া যায়নি।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin