বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন


জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল:সিলেটে তোফায়েল

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল:সিলেটে তোফায়েল


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেট জেলা আওয়ামী লীগের সভায় বুধবার দুপুরে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে,আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি। বঙ্গবন্ধুর মতো দয়ালু, এতো হৃদয়বান নেতা বিরল। একসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা বাজাতে পারতাম না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক। এই মহান নেতার কর্মী হিসেবে আমরা যেন কলুষিত না হই, আমরা যেন কলঙ্কমুক্ত থাকি। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’
সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বর্ধিত সভায় তোফায়েল আহমদ আরো বলেন, ‘সিলেটে কোনো কোনো উপজেলায় কমিটি নাই, কোনোটায় অপূর্ণাঙ্গ; এটা ঠিক না। কমিটি করলে পূর্ণাঙ্গ করতে হবে। অপূর্ণাঙ্গ কমিটি করে রাখা ঠিক না।’ তোফায়েল আহমদ সাংগঠনিক বিষয়ে বক্তব্যের চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতির বিষয়ে বেশি আলোকপাত করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin