বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪২ অপরাহ্ন


জুড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জুড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


শেয়ার বোতাম এখানে

জুড়ী প্রতিনিধি:

জুড়ী উপজেলা হলরুমে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।

ইউনেস্কোর উদ্যোগে ১৯৯১ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রথমবারের মতো এ দিবস উদযাপন করেন। এর ধারাবাহিকতায় সরকার প্রতি বছর আন্তর্জাতিক দিবস পালন করে আসছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin