বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন


জৈন্তাপুরে ইউএনও এসিল্যান্ডসহ ২১ জনের নমুনা সংগ্রহ: আক্রান্ত আরও ২ জন

জৈন্তাপুরে ইউএনও এসিল্যান্ডসহ ২১ জনের নমুনা সংগ্রহ: আক্রান্ত আরও ২ জন


শেয়ার বোতাম এখানে

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার কোন উপসর্গ ছাড়াই সরকারী কর্মকর্তা ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত। এনিয়ে জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩, শুরু হতে এপর্যন্ত ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানায়, উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সরকারি কাজে উপজেলার বিভিন্ন স্থানে ও জেলায় যাতায়াত করেন। মেডিকেল টিম উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধের জন্য উপজেলার কর্মকর্তা কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের নমুনা সংগ্রহ কাজ শুরু করে।

২০ মে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসের পরিচ্ছন্নতা কর্মী রনি লাল দাসের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে প্রেরণ করা হয়।

২২ মে রাতে রির্পোটে তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তাদের সিলেটস্থ নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অপরদিকে জৈন্তাপুরে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি গত ৬মে সুস্থ হয়ে বাড়ী ফিরেন।

উপসর্গ ছাড়াই ২জন কারোনা আক্রান্ত হওয়ায় জৈন্তাপুর উপজেলার গঠিত মেডিকেল টিম ২৩ মে শনিবার উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, সহকারি কমিশনার (ভুমি) ফারুক অাহমেদ ও জনপ্রতিনিধি সহ মোট ২১জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে প্রেরণ করে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার প্রতিবেদকে জানান, উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ২জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। তাদের সিলেটের নিজ নিজ বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপসর্গ ছাড়া ২জনের পজেটিভ আসায় আমরা ২৩ মে শনিবার উপজেলার ২১জনের নমুনা সংগ্রহ করি। তিনি আরও জানান উপজেলায় মোট ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে পূর্বের ৩৩ নেগেটিভ, ৩জনের পজেটিভ পাওয়া গেছে, নতুন ২১জনের রেজাল্ট পাওয়ার অপেক্ষায় আছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin