বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন


টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামে রেফারেন্ডাম ভোটে ইয়েস মেয়র জয়লাভ

টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামে রেফারেন্ডাম ভোটে ইয়েস মেয়র জয়লাভ


শেয়ার বোতাম এখানে

মো: জাহেদী ক্যারল, লন্ডন থেকে:

৪৫ হাজার ৭৮ ভোটের ব্যবধান নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেফারেন্ডামে শেষ হাসি হাসলেন সাবেক মেয়র লুৎফুর রহমান। তার সমর্থিত ইয়েস মেয়র ক্যাম্পেইন পেয়েছে ৬৩ হাজার ২৯ ভোট। এদিকে ইয়েস মেয়রের অপর পক্ষে ছিলো লিডিং টুগেদার যারা মূলত নো মেয়রের ক্যাম্পেইন করেছিলেন তারা পেয়েছেন ১৭ হাজার ৯৫১ ভোট। এদিকে নিউহ্যামে ৪৪ হাজার ভোট পেয়ে ইয়েস মেয়র জয়যুক্ত হয়েছে। নো মেয়রের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ হাজার।

লজ্জাজনক ফলাফলের মাধ্যমে ‘লিডারশিপ ইন টাওয়ার হ্যামলেটস’ পরাজিত হয়। এতে ইয়েস ফর মেয়র পক্ষে ভোট পরে ৬৩,০২৯টি। অন্যদিকে লিডিং টুগেদারের পক্ষে ভোট পরে মাত্র ১৭,৯৫১ টি। ফলে লুৎফুর রহমানের ইয়েস ফর মেয়র ৪৫,০৭৮ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করে। তাই আবারও লুৎফুর রহমানের কাছে হেরে গেলেন টাওয়ার হ্যামলেটসের রাজনৈতিক মোড়লরা।

ব্রিটেনের সকল রাজনৈতিক দল ক্ষমতাশীন কনজারভেটিভ, বিরোধী দল লেবার (লেবারের ঘাটি হিসেবে পরিচিত বারা টাওয়ার হ্যামলেটস), লিবডেম, গ্রীণ পাটি সহ সকল দলকে পরাজিত করে একাই লড়ে লুৎফুর রহমান জিতে নিলেন টাওয়ার হ্যামলেট রেফেরেন্ডাম।

গতকাল ৬ মে টাওয়ার হ্যামলেটস বারার রেফারেন্ডামে প্রধান প্রধান দলগুলো লিডার শীপ ব্যবস্থায় ফিরে যাওয়ার পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা এবং লিডিং টু্গেদার গঠন করে ক্যাম্পিং পরিচালনা করে। মূলত; এর নেতৃত্ব দেন সাবেক লিডার, লেবার পার্টি নেতা হেলাল আব্বাস।

অন্যদিকে সাবেক মেয়র লুৎফুর রহমান ইয়েস ফর মেয়র নিয়ে কমিউনিটিতে তাঁর সময়কার (মেয়র থাকাকালে) কাজগুলো তুলে ধরে এই ব্যবস্থার সফলতা তুলে ধরেন।

আজ শনিবার লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত ভোট গণনা শেষে দেখা যায়, মেয়র পদ্ধতি বহাল রাখার পক্ষে বারার জনগন আবারো রায় দেন। এর মাধ্যমে আগামী দশ বৎসর এই পদ্ধতি টাওয়ার হ্যামলেট কাউন্সিলে পরিচালিত হবে।

এমন বিশাল বিজয়ের সাবেক মেয়র লুৎফুর রহমান বারার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগন তাদের ভালো মন্দ সব বুঝে। এই বিজয় শুধু আমার বিজয় নয়, এ জনগনের বিজয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin