বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৬ অপরাহ্ন


তাহিরপুরে পূর্ব বিরোধের জের: সংঘর্ষে ২০ আহত

তাহিরপুরে পূর্ব বিরোধের জের: সংঘর্ষে ২০ আহত


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় কমপক্ষে ২০জন আহত হয়েছে। এর মধ্যে উভয় পক্ষের ১৫ জনকে গুরুতর আহত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,আমির আলীর পক্ষের , জসিম মিয়া (২৬), আলাউদ্দিন (৩০),আবুল হোসেন (৩৫), অজুদ মিয়া (৩২), কাসেম মিয়া (২৭),আব্দুল্লাহ (২০), আশিকনুর (৩৮),আফল আলী (২৭)। ও উমর আলীর পক্ষের আহতরা হলেন, তারাব আলী (৪৫), শিমুল মিয়া (২১), শিরিন মিয়া(৪৫), আলাউদ্দিন (৪০), জাফর আলী (৩০), শহিদ মিয়া (২৫), সাইবুল (৩৫), হাবিবুর (৩০)।

এ ঘটনাটি ঘটেছে আজ ১৪ এপ্রিল বুধবার সকালে উপজেলার সীমান্ত সংলগ্ন উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে। এই সংঘর্ষের ঘটনায় বর্তমানেও দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের আমির আলী ও একই গ্রামের উমর আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উমর আলীর বাতিজা শিমুল মিয়া ও আমির আলীর চাচাতো ভাই হাবিব মিয়ার মধ্যে পাটলাই নদীতে নৌকার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষনীক স্থানীয়রা মিমাংসা করে দেয়। কিন্তু দ্বিতীয় দফায় সন্ধায় বালিয়াঘাট নতুন বাজারে একই বিষয় নিয়ে আবার দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এবং তৃতীয় দফায় আবারও বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয়ই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের ৩০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin