বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন


তাহিরপুরে লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধিনিষেধ না মানায় ১২ জনকে অর্থদন্ড

তাহিরপুরে লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধিনিষেধ না মানায় ১২ জনকে অর্থদন্ড


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

লকডাউনের ৬ষ্ঠ দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে অর্থদন্ড প্রধান করা হয়।

আজ (৬ জুলাই) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাহিরপুর বাজার এবং সীমান্তবর্তী বাগলী ও বালিয়াঘাটা (নতুন বাজার) বাজারে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে তাহিরপুর থানা পুলিশ ও সুনামগঞ্জ-২৮ বিজিবির সমন্বয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় সরকারি বিধিনিষেধ না মানায় ১২টি মামলায়(১২ জনকে) ৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় ।

এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খা, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ-২৮ বিজিবির সুবেদার নজরুল ইসলাম প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin