বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন


তিন দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

তিন দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

মাত্র তিনদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যুর পর লাশ দাফন করলো রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম ‘আশার আলো’।

রাউজান পৌরসভার প্যানেল মেয়র, স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা তিন দিনের ব্যবধানে মারা যাওয়া উপজেলার গহিরার দলইনগর গ্রামের বাসিন্ধা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল জামান এর সত্বাধিকারী নুরুজ্জামান এবং তার বড় ভাই মালেকুজ্জান এর মরদেহের দাফন-কাফনে অংশ নেন।

গত তিনদিন পূর্বে করোনা আক্রান্ত হোটেল ব্যবসায়ী নুরুজ্জামানের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়ি ছুটে যান স্বেচ্ছাসেবী টিম ‘আশার আলো’। তিনদিনের ব্যবধানে নুরুজ্জামানের বড় ভাই মালেকুজ্জামানও মৃত্যুর কোলে ঢলে পড়লে সংবাদ পেয়ে লাশ দাফনে এগিয়ে আসেন জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পাঁচটার দিকে গহিরার দলই গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি, স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ বলেন, করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার সুযোগ্য পুত্র ফারাজ করিমের মানবিক উদ্যোগ দেশব্যাপী আলোচিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশের দাফন কিংবা সৎকার কাজের ব্যাপারে সাংসদপুত্রের উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম ‘আশার আলো’ ২৩ জুন পর্যন্ত রাউজানে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ তম লাশ দাফন কাজ সম্পন্ন করেছে। আগামিতেও এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin