শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন


দক্ষিণ সুনামগঞ্জে স্বাস্থ্য বিভাগের জনসচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জে স্বাস্থ্য বিভাগের জনসচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ


শেয়ার বোতাম এখানে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের ডাকা কঠোর লকডাউনের তৃতীয় দিনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম হিসেবে মাইকিং এবং উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজারে মাস্ক বিতরণ করা হয়েছ৷

শনিবার(৩ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফীর নেতৃত্বে এ সচেতনামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স মতিউল ইসলাম, বিকাশ বালা, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, স্যানেটারী পরিদর্শক শহীদুল্লাহ, এমটি ইপিআই নওশাদ মিয়া, অফিস স্টাফ জহিরুল ইসলাম, শুশান্ত কর্মকার, রনি আহমদ,আজহার উজ জামান জুবায়েল আহমদ ও জাকারিয়া প্রমুখ।

বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ জসিম উদ্দিন শরীফি বলেন, জনগনকে করোনা ভাইরাস(কোভিড ১৯) সম্পর্কে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ অবশ‍্যই মানতে হবে সবাইকে। অন‍্যথায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin